ডলুরা শহীদ মিনার
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সুনামগঞ্জের এক রক্তাক্ত ইতিহাস রয়েছে। বর্বর পাকিস্তানী বাহিনী সীমান্তবর্তী শান্ত, সুন্দর সুর সঙ্গীতের এ জনপদকে রক্তে রঞ্জিত করে। ইতিহাসের এ নির্মমতার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে ডলুরা স্মৃতিসৌধ । সুনামগঞ্জ শহর থেকে ১২ কি.মি. দূরের নারায়ণতলার ডলুরায় ১৯৭১ সালে ৪৮ জন শহীদ মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়। তাঁদের স্মৃতি রক্ষার্থে নির্মিত হয় এই ডলুরা স্মৃতিসৌধ। শুধু ঐতিহাসিক কারণে নয়, প্রাকৃতিক সৌন্দর্যের কারনেও নারায়ণতলা দর্শনার্থীদের আকৃষ্ট করে। প্রাকৃতিক সৌন্দর্য, মেঘ ছুঁয়ে বেড়ে উঠা দূর মেঘালয় পাহাড় আর বাংলাদেশের সীমান্তে ঘুমিয়ে থাকা এ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজানাতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে যাতায়াত করে। বর্তমানে স্মৃতিসৌধটি সংস্কারের ফলে পর্যটকদের সংখ্যা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS