ডলুরা শহীদ মিনারঃ বাংলাদেশ ভারত আমত্মঃ সীমানার সংলগ্ন, এই উপজেলার সীমান্তে ৪৮ জন মহান শহীদ মুক্তি যোদ্ধার স্মৃতি বিজড়িত স্থান। ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধে শহীদদের মাজার এখানে। এরপার্শ্বে এখানে নৈসর্গিক শোভা অতীব মনোরম চলতি নদীর তীর এবং উত্তর পশ্চিম এলাকার মনোরম প্রাকৃতিক দৃশ্য সম্বলিত পাহাড় যুগযুগ ধরে মানুষকে ইতিহাসের দিকে টেনে নেয়।
ডলুরা শহীদ মিনার
1 | ডলুরা শহীদ মিনার |
সুনামগঞ্জ সদর উপজেলা হতে রিক্সা, সিএনজি অথবা ইজিবাইক যোগে হালুয়ারঘাটের নদী পাড় হয়ে মোটরসাইকেল যোগে ডলুরা শহীদ মিনারে যাওয়া যায়। |
২ | চলতি নদী | সুনামগঞ্জ সদর উপজেলা হতে রিক্সা, সিএনজি অথবা ইজিবাইক যোগে হালুয়ারঘাটের নদী পাড় হয়ে মোটরসাইকেল যোগে ডলুরা শহীদ মিনারে যাওয়া যায়। |
৩ | কামার ভিটা পাহাড় | সুনামগঞ্জ সদর উপজেলা হতে রিক্সা, সিএনজি অথবা ইজিবাইক যোগে হালুয়ারঘাটের নদী পাড় হয়ে মোটরসাইকেল যোগে কামারভিটা যাওয়া যায়। |
২ | র্বডার হাট | সুনামগঞ্জ সদর উপজেলা হতে রিক্সা, সিএনজি অথবা ইজিবাইক যোগে হালুয়ারঘাটের নদী পাড় হয়ে মোটরসাইকেল যোগে ডলুরা র্বডার যাওয়া যায়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS